Maheshtala Drainage: মহেশতলায় খাল চুরিতে পুরসভার পদক্ষেপ, সরানো হল খালের জন্য রাখা ৫টি পাম্প
Continues below advertisement
এবিপি আনন্দের (ABP Ananda) খবরের জের। সরানো হল চুরি হয়ে যাওয়া খালের জন্য রাখা ৫টি পাম্প। সংস্কার করে খাল উদ্ধারের ভাবনা পুরসভার।
যে খালের অস্তিত্বই নেই, সেখানে জমা জল ফেলার জন্য রয়েছে পাঁচটি পাম্প। চুরি যাওয়া খালের জল ফেলতে পুরসভার থেকে ভাড়াও নিত ঠিকাদার সংস্থা। এবিপি আনন্দের এই খবর সম্প্রচারের পরই ব্যবস্থা নিল পুরসভা। শুক্রবার মহেশতলা, সন্তোষপুর পাম্পিং স্টেশনের উল্টো দিকে থাকা পাম্পগুলি সরানো হয়। জল জমা নিয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পুরসভা।
মহেশতলার যে খাল অস্তিত্ব হারিয়েছে তা একসময় মিশত মণিখালি খালে। ভবিষ্যতে কী প্রাণ ফিরে পাবে খাল? প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
Continues below advertisement
Tags :
ABP Ananda Firhad Hakim ABP Ananda Bengali News ABP Ananda LIVE Ajker Khobor Bangla Khabar Bangla News Bengali News Canal Maheshtala Maheshtala Drainage 16 July News Canal Stealing Pumping Station In Maheshtala