Chhattisgarh: ছত্তীসগঢ়ের বিজাপুরে মাওবাদী হামলা, আইইডি বিস্ফোরণে ২ এসটিএফ জওয়ান নিহত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ছত্তীসগঢ়ের বিজাপুরে মাওবাদী হামলা । আইইডি বিস্ফোরণে ২ এসটিএফ জওয়ান নিহত । বিস্ফোরণে আহত হয়েছেন ৪ জওয়ান । অপারেশন সেরে ক্যাম্পে ফেরার সময় জঙ্গি হামলাহামলার পর এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে
কট্টর হিন্দুত্বের লাইনে শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত। ‘রাজনীতিতে সবাই সত্যিটা এভাবে জোরে বলতে পারে না’। দীর্ঘজীবী হোন শুভেন্দু, সুকান্তর কড়া বার্তার উল্টো সুরে তথাগত।
অবশেষে পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে সিপিএম নেতাকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের অঞ্চল কমিটির সদস্য, দাবি তৃণমূলের। কুলতলিকাণ্ডে এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল সর্দার। সায়রুলের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, ২ দিন ধরে কুলতলিতে ঠাকুরাইন নদীর ধারে ভেড়ির ধারে কুঁড়েঘরে লুকিয়ে ছিল সাদ্দাম। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে গতকাল রাতে সেখানে হানা দেয় পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় সাদ্দাম ও তার আশ্রয়দাতা মান্নানকে।