Modi in Gujrat Issue:'মোরবির ঘটনায় গভীরভাবে মর্মাহত', গুজরাতের ব্রিজ বিপর্যয়কাণ্ডে ট্যুইট নরেন্দ্র মোদির
মোদির সফরের মধ্যেই গুজরাতে ভেঙে পড়ল ব্রিজ। গুজরাতে ব্রিজ বিপর্যয়ে অন্তত ৮০ জনের মৃত্যু, আহত বহু। ৪০ জনের বেশি মানুষের মৃত্যু, দাবি গুজরাতের মন্ত্রী ব্রিজেশ মেরজার। হাসপাতালে ভর্তি অন্তত ৭০ জন, নিখোঁজদের সন্ধান পেতে নদীতে তল্লাশি। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ। সন্ধে ৬.৩০: ১৫০ জনকে নিয়ে মাচ্ছু নদীতে ভেঙে পড়ে কেবল ব্রিজ। কার গাফিলতিতে ব্রিজ বিপর্যয়? উঠছে প্রশ্ন। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ। মেরামতির পর পুরসভার ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খোলা হয় ব্রিজ। ফিটনেস সার্টিফিকেট ছাড়াই কার নির্দেশে খোলা হয় ব্রিজ? প্রশ্ন বাসিন্দাদের। ১৮৭৯ সালে তৈরি কেবল ব্রিজ, মেরামতির জন্য বন্ধ ছিল ৭ মাস । বিধানসভা নির্বাচনের জন্য তড়িঘড়ি খোলা হয় ব্রিজ, অভিযোগ কংগ্রেসের । দুর্নীতির কারণেই ভেঙে পড়েছে ব্রিজ, অভিযোগ বিরোধীদের। গুজরাতে ব্রিজ বিপর্যয়ে সিবিআই তদন্তের দাবি আম আদমি পার্টির।
বিশেষ দ্রষ্টব্য: এই ভিডিওতে এমন দৃশ্য রয়েছে, যা কোনও দর্শককে বিব্রত করতে পারে। মানসিকভাবে দুর্বল দর্শকদের এই ভিডিও না দেখাই ভাল