Morning Headlines: কার দখলে নীল বাড়ি? আজ ভোট গণনা

Continues below advertisement

কার দখলে নীল বাড়ি? আজ ভোট গণনা। কলকাতা-সহ প্রতিটি জেলার গণনাকেন্দ্রে শেষ মুহূর্তের প্রস্তুতি। গণনাকেন্দ্রে রয়েছে তৃস্তরীয় নিরাপত্তা (Three-tier security) । নজর হাইপ্রোফাইল নন্দীগ্রাম-সহ একাধিক কেন্দ্রে।
উদ্বেগ বাড়িয়ে করোনায় (Corona) একদিনে মৃতের সংখ্যা ১০০ পার। কলকাতায় একদিনে ১৯ জনের মৃত্যু। একদিনে সংক্রমিত সাড়ে ১৭ হাজার। রেমডেসিভিরের (Remdesivir) নামে বাংলাদেশের ওষুধের চোরা কারবারের পর্দা ফাঁস।
করোনায় মৃত্যু আরও দুই চিকিৎসকের।
আকাল বেডের।
বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালে একের পর এক অ্যাম্বুল্যান্সে থাকা রোগীদের দীর্ঘ অপেক্ষা। দৈনিক সংক্রমণে সর্বকালীন রেকর্ড। ভারতে একদিনে আক্রান্ত ৪ লক্ষ পার। সাক্ষীদের বয়ানে উঠে এসেছে নাম। কয়লাকাণ্ডে এবার জ্ঞানবন্ত সিংহকে (Gyanwant Singh) তলব সিবিআইয়ের (CBI)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram