Morning Headlines: আজ জোটের ব্রিগেড, বক্তার তালিকায় ইয়েচুরি-অধীর

Continues below advertisement

আজ জোটের ব্রিগেড। বক্তার তালিকায় সীতরাম ইয়েচুরি (Sitaram Yechury), অধীর চৌধুরী (Adhir Chowdhury)। বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) অডিও কিংবা লিখিত বার্তা শোনানোর চেষ্টা। জেলা থেকে কলকাতামুখী কর্মী-সমর্থকরা।

ব্রিগেডের (Brigade) আগেও জোটে জটিলতা। আব্বাস সিদ্দিকিকে আসন ছাড়তে সিপিএমের (CPIM) কাছে বাড়তি আসন চাইল কংগ্রেস। জট না কাটলেও সমাবেশে থাকছে আইএসএফ।

মাঠে ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী, কল্পনাও করতে পারিনি, থাকতে না পারার দুঃখ প্রকাশ করে ব্রিগেডের সাফল্য কামনায় বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের।

৭ মার্চ নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেডের আগেই প্রথম দফার ৩০ আসনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণা, খবর সূত্রের। পাঠানো হল ১৩০টি আসনের জন্য সম্ভাব্য তালিকা।

ভোটের দিন ঘোষণা হতেই এডিজি (আইনশৃঙ্খলা) পদ থেকে জাভেদ শামিমকে সরাল কমিশন। নতুন এডিজি (আইনশৃঙ্খলা) জগমোহন। কমিশনের কোপে জাভেদ, কোনও রাজনৈতিক দলের ভিত্তিতে যেন কাজ না করে কমিশন, হুঁশিয়ারি তৃণমূলের (TMC)। সঠিক পদক্ষেপই নিয়েছে কমিশন, পাল্টা দাবি বিজেপির (BJP)। ভোটে তৃণমূলের হয়ে ষড়যন্ত্র করছে কলকাতা পুলিশের একাংশ, সিইও (CEO) দফতরে অভিযোগ বিজেপির। পোস্টাল ব্যালটে কারচুপির আশঙ্কা। এত ভয় কীসের? পাল্টা সৌগত রায় (Saugata Roy)।

ভোট ঘোষণা হতেই রাজ্যে আরও ১৮ কোম্পানি বাহিনী, ৩ কোম্পানি কলকাতায়। বেফাঁস তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সাংসদ সুনীল মণ্ডল। বেসরকারি হাসপাতালে সার্ভিস চার্জ-সহ ২৫০ টাকায় মিলবে করোনার ভ্যাকসিন (Corona Vaccine), জানিয়ে দিল কেন্দ্র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram