Morning Headlines: ক্ষণিকের স্বস্তি তীব্র তাপদাহের থেকে, জেলায় জেলায় দেখা মিলল বৃষ্টির ।Bangla News
৫৯ দিন পর বৃষ্টি কলকাতায়। জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি। কৃষ্ণনগর ও কেতুগ্রামে ঝড়ে গাছ ভেঙে মৃত ২। দুবরাজপুরে ভাঙল মোবাইলের টাওয়ার। কীর্ণাহারে উড়ল দোকানের চাল।
হাঁসখালিকাণ্ডে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ধৃত মূল অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করল সিবিআই। প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের অভিযোগ।
আজ দিল্লিতে আইনমন্ত্রকের অনুষ্ঠানে মোদি-মমতা। বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী। বাসভবনে গিয়ে দেখা করলেন কেজরিওয়াল।
৯৭ হাজার কোটি নয়, কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ৪ হাজার ২৯২ কোটি। মুখ্যমন্ত্রীর কল্পনাশক্তি, ট্যুইট অমিত মালব্যর। মোদির থেকে তথ্য যাচাই করুন, পাল্টা কাকলি।
ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। ৩০টি পরিবারকে নিয়ে রাষ্ট্রপতির কাছে বিজেপি। বাংলায় ৩৫৬ দাবি। ইন্ডিয়া গেটে মিছিল। রাতে সাক্ষাৎ অমিত শাহের সঙ্গে।
৩৫৬ জারির দাবি খতিয়ে দেখবেন, আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। দাবি বিজেপি প্রভাবিত দিল্লির আইনজীবীদের। বিজেপি হার হজম করতে পারছে না, কটাক্ষ তৃণমূলের।
রাষ্ট্রপতির কাছ বিজেপি, প্রয়াগরাজ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে তৃণমূল। কলকাতাতেও হিংসা হয়, অভিযোগ এনএইচআরসি-র, দাবি দোলার। বিজেপির শাখা সংগঠন, কটাক্ষ কুণালের।
জুট মিলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। এবার মুখ্যমন্ত্রীকে চিঠি অর্জুনের। বিহার-ওড়িশা-অসমের মুখ্যমন্ত্রীকেও চিঠি। ৪ মে জুট কমিশনারের অফিসে তৃণমূলের অবস্থান। ডাকলে যাব, জল্পনা উস্কে জানালেন অর্জুন।
ময়নাগুড়ির মৃত নির্যাতিতার বাড়িতে শুভেন্দু। সঠিক তদন্ত করেনি পুলিশ। প্রয়োজনে আইনি সাহায্যের আশ্বাস। দলেই কেউ গুরুত্ব দেয় না, মানসিক হতাশা। পাল্টা কুণাল।
২৫ লক্ষ দিলেই ডাক্তারি কোর্সে ভর্তির আশ্বাস। আরজিকরে অধ্যক্ষের সই জাল করে প্রতারণা চক্রের পর্দাফাঁস। গ্রেফতার হাসপাতালের চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী।
২৬টি টসিলিজুমাবের পর এবার ২৬টি দামি ইঞ্জেকশন চুরির অভিযোগ। কলকাতা মেডিক্যালে চুরির অভিযোগ চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে। তদন্তে পুলিশ।