Narada Scam Probe : 'কোভিড মোকাবিলায় কাজ করা রাজ্যের নেতা-মন্ত্রীদের গ্রেফতার করে পুরো ব্যবস্থাপনা ঘেঁটে দেওয়ার চেষ্টা', অভিযোগ কুণালের
নারদ-মামলায় (Narada) গ্রেফতার ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজাম প্যালেসে পৌঁছে জানান, সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়ছে তাঁদের। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপর্যস্ত হয়েছে বিজেপি (BJP)। তাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে দানবিক শক্তি প্রয়োগ করল তারা। ভোটের পর কোভিড যুদ্ধ আমাদের কাছে সবার আগে প্রয়োজন। কেন্দ্র থেকে কোভিড ভ্যাকসিন, অক্সিজেন, ওষুধ কিছুই দেওয়া হচ্ছে না। রাজ্যে লকডাউনের পরিস্থিতি চলছে। কিন্তু এই অবস্থায় ৬ বছর আগের একটি মামলা নিয়ে তৎপরতা দেখাচ্ছে। রাজ্যের পুর-প্রশাসন ও মন্ত্রীরা যখন কোভিড মোকাবিলায় কাজ করছেন, এই সময় রাজ্যের মন্ত্রীদের গ্রেফতার করে পুরো সিস্টেমটা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। এই গ্রেফতারির পদ্ধতি বেআইনি। বিধানসভার স্পিকারের মতামত নেওয়া হয়নি।’