Narada Scam Probe: 'হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে সিবিআই, ঘাবড়ে গিয়ে অক্সিজেন লেভেল নেমে গিয়েছিল মায়ের', জানালেন মদন মিত্রর ছেলে
তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। কামারহাটি থেকে বিধানসভা নির্বাচনে জিতেছেন তিনি। নারদকাণ্ডে (Narada) তাঁকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। সোমবার সকালে তাঁর বাড়ি থেকে তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। তাঁর ছেলে জানান, ‘আমি আর বাবা তিনতলার ঘরে ছিলাম। সকাল ৮টা নাগাদ রাইফেল নিয়ে প্রায় ২০০ জন কেন্দ্রীয় সেনা জওয়ান আসে। তারা কিছু না বলে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ঘাবড়ে গিয়ে আমার মায়ের অক্সিজেন লেবেল নেমে গিয়েছিল। তারা বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।’ কয়েকদিন আগে করোনামুক্ত (Covid) হয়েছেন মদন মিত্র।
তাঁর স্ত্রী ও পুত্রবধূ এখনও করোনা আক্রান্ত। দোতলার ঘরে হোম আইসোলেশনে রয়েছেন মদন মিত্রর স্ত্রী। তিন তলার ঘরে থাকেন মদন মিত্র। পাশেই থাকেন তাঁর ছোট ছেলে!! সোমবার সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায় CBI। মদন মিত্রর পুত্রবধূ জানান, '' আমার শাশুড়ি কোভিড পজিটিভ...অক্সিজেন স্যাচুরেশন ঠিক নেই, তাঁর ঘরে ঢুকে পড়ে...মা বলেন তিনি কোভিড পজিটিভ, তারপরও ডোন্ট কেয়ার CBI এর লোক...তারা একটা কথাই বলতে থাকে, হোয়ার ইজ মদন মিত্র। ''