১০টায় সারদিন: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩,৬৩৯, মৃত ৫৩, সুস্থতার হার ৯৩ শতাংশ
Continues below advertisement
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৬৩৯। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ৫৩। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৮৯০, মৃত ৯। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৮৪২, মৃত ১৯। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৩%। যে কোনওদিন বিজেপি-তে যোগ দিতে পারেন তৃমমূলের ৫ সাংসদ। বিস্ফোরক দাবি অর্জুন সিংহের। জড়ালেন সৌগত রায়ের নাম। অর্জুনের দাবি, খারিজ সৌগতর। মরে গেলেও বিজেপিতে নয়। পাল্টা দমদমের সাংসদ। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে 'আমরা দাদার অনুগামী' পোস্টার। এন্টালিতেও পোস্টার। শুভেন্দুকে বিজেপি আহ্বান অর্জুন সিংহের। দলের বিধায়কদের ফোন করে বলেছেন বিজেপিতে চলে যেতে। যে স্পষ্ট করতে পারে না, সে তো কাপুরুষ। নাম না করে ফের শুভেন্দুকে আক্রমণ কল্যাণের। তৃণমূল শুভেন্দুকে সহ্য করতে পারছে না। বিজেপির দিকে ঠেলে দিচ্ছে। কটাক্ষ দিলীপের। সামান্য কমলো দেশে করোনায় দৈনিক সংক্রমণ-মৃত্যু। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৪৬ হাজার, মৃত ৫৬৪। সুস্থ প্রায় ৫০ হাজার। ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০ লক্ষ ৫০ হাজার। মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজারের দোরগোড়ায়। সুস্থ হয়েছেন প্রায় ৮৫ লক্ষ।
Continues below advertisement