Amit Shah's Bengal Visit: 'রবীন্দ্রনাথকে অবমাননা', প্রতিবাদে জোড়াসাঁকোতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
Continues below advertisement
রবীন্দ্রনাথকে অবমাননার প্রতিবাদে জোড়াসাঁকোতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আজ দিনভর চলবে সেই বিক্ষোভ। পোস্টার-প্ল্যাকার্ডে লেখা রবীন্দ্র সংস্কৃতি আমাদের গর্ব। এই প্রতিবাদের মূল উদ্যোক্তা তৃণমূল ছাত্র পরিষদ। তাঁদের অভিযোগ, 'রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে। তাই রবীন্দ্রনাথের বাড়ির সামনে এই প্রতিবাদ।' প্রতিবাদ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রতিবাদ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য রাউত বলেন, 'অনেকে রবীন্দ্রনাথের জন্মস্থান বদলে দিচ্ছে। কিছুন নেতার ছবি বড়, রবীন্দ্রনাথ নীচে ছোট করে। রবীন্দ্রনাথ আমাদের গর্ব। তাই তাঁকে ধ্বংস হতে দেবো না। ছাত্র-যুবদের এই প্রতিবাদ। ধার্মিক দলের হাতে বাংলার কৃষ্টি-সংস্কৃতি ধ্বংস হতে দেবো না।' এই মঞ্চ থেকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে রক্ত দেবো।' জানা গিয়েছে, রবীন্দ্রনাথকে ছোট করে দেখানো এবং অমিত শাহের বিশ্বভারতী সফর, এই দুয়ের প্রতিবাদে এই বিক্ষোভ।
Continues below advertisement
Tags :
Tmc Protest Jorasanko National Anthem MP WB Polls 2021 With ABP Ananda BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election 2021 WB Elections 2021 WB Elections TMC WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections