TMC's Press Meet amid Amit Shah's Visit: 'রবীন্দ্রনাথকে অবমাননা, অবস্থান বিক্ষোভে তৃণমূল', জানালেন সুব্রত
Continues below advertisement
অমিত শাহের বঙ্গ সফরের দ্বিতীয় দিনে বোলপুর সফরে তিনি। এই আবহে এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন তিনি সাম্প্রতিক রবীন্দ্রনাথের ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খোলেন তিনি। তিনি বলেন, 'যে ভাবে রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে, তার প্রতিবাদে তৃণমূল কর্মীরা রবীন্দ্রনাথের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন।' গতকাল মেদিনীপুরের সভায় অমিত শাহ বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে অন্য একটি দলের সঙ্গে যোগদান করেন। উল্টে অন্যদের দলবদলের অভিযোগ করেন।' এই মন্তব্যের পাল্টা মন্ত্রী বলেন, 'বাস্তবটা তা নয়। দেশের মন্ত্রী ইতিহাসকে বিকৃত করেছেন। উনি কোনওদিন দলবদল করেননি। আদতে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস নামে নতুন দল গঠন করেছিলেন।'
Continues below advertisement
Tags :
Rabindranath Subrata Mukherjee Protest WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP WB Elections West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Congress WB Election 2021 WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Elections