Ayurveda Day 2020: ‘করোনাকালে বিশ্বজুড়ে আয়ুর্বেদে ভরসা বাড়ছে’, আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করে বললেন মোদি
Continues below advertisement
আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, করোনাকালে আয়ুর্বেদিক সামগ্রীর ব্যবহার বেড়েছে। গোটা বিশ্ব করোনার ওষুধ নিয়ে একসময় চিন্তিত ছিল। ভারতে হলুদ-আদার মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা হয়েছে। করোনা রুখতে বিশ্বজুড়ে আয়ুর্বেদে ভরসা রাখা হয়েছে, সারা পৃথিবীতে যা নিয়ে চলছে গবেষণা।
পঞ্চম আয়ুর্বেদ দিবস উপলক্ষ্যে রাজস্থান ও গুজরাতে দুটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী। রাজস্থানের জয়পুর ও গুজরাতের জামনগরে এই দুটি প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি, আয়ুর্বেদ নিয়ে গবেষণাও হবে বলে জানানো হয়েছে। আয়ুর্বেদ দিবস উপলক্ষ্যে এদিন ট্যুইটও করেন প্রধানমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Ayurveda Day WHO Global Centre Institute Of Teaching And Research In Ayurveda ABP Ananda LIVE Abp Ananda Narendra Modi