'রাহুল গাঁধী নার্ভাস-অপরিণত, দক্ষতা বা প্যাশন কোনওটাই নেই, আত্মজীবনীতে লিখলেন ওবামা
Continues below advertisement
বিহার ভোটে ভরাডুবির পর রাহুলের অস্বস্তি বাড়ালেন বারাক ওবামা। নিজের বই 'আ প্রমিসড ল্যান্ড'-এ রাহুলকে নার্ভাস ও অপরিণত বলে উল্লেখ করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। রাহুল এমন এক ছাত্রের মত, যে পড়াশোনা তো করেছে, শিক্ষককে প্রভাবিত করার ইচ্ছেও আছে কিন্তু নিজের বিষয়ে পারদর্শিতা নেই, নেই যোগ্যতা, প্যাশনেও ঘাটতি রয়েছে। রাহুলকে নার্ভাসও বলেছেন তিনি। ২০১৭ সালে ভারত সফরে আসেন ওবামা, তখন রাহুলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। ওবামার বইতে মনমোহন ও সোনিয়ার প্রসঙ্গও রয়েছে।
Continues below advertisement