লালু পুত্রকে নাম না করে প্রধানমন্ত্রীর 'জঙ্গলরাজের যুবরাজ' বলে কটাক্ষ, 'মোদিকে বিশ্বাস করে না বিহারহাসী' তোপ রাহুলের
Continues below advertisement
বিহার দখলের লড়াইয়ে মরিয়া সব পক্ষ। চড়ছে বাগযুদ্ধের পারদ। বুধবার প্রচার সভা থেকে একে অপরের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদি এবং রাহুল গাঁধী। প্রথম দফার ভোটে তৈরি হয়েছে একাধিক বিতর্কও। লালু-পুত্র তেজস্বী যাদবকে ‘জঙ্গলরাজের যুবরাজ’ বলে কটাক্ষ মোদির। পাল্টা নরেন্দ্র মোদিকে ‘কর্মসংস্থান’ খোঁচা কংগ্রেস সাংসদের। বুধবার রাহুল গাঁধী ট্যুইট করে বলেন, এবার ন্যায়, রোজগার এবং কৃষক-মজদুরদের জন্য কেবলমাত্র মহাজোটের পক্ষেই হোক আপনার ভোট। বিহারে প্রথম দফার ভোটে সবাইকে শুভেচ্ছা। ততক্ষণে ভোট শুরু হয়ে গেছে বিহারে। এখানেই রাহুল গাঁধীর বিরুদ্ধে ভোট চেয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি।
Continues below advertisement
Tags :
ABP Ananda LIVE JDU RJD Abp Ananda Tejashwi Yadav Rahul Gandhi Bihar Election 2020 Narendra Modi