বিহারের বিধানসভা ভোটে দেদার নিয়ম ভাঙলেন হেভিওয়েট নেতারা! পশ্চিমবঙ্গ কি শিক্ষা নেবে?
Continues below advertisement
বিহারের বিধানসভা ভোটে শুধু যে ভোটারদেরই নিয়ম ভাঙতে দেখা গেছে, এমন নয়। তারকা প্রচারক তথা হেভিওয়েট নেতাদের মধ্যেও দেখা গেছে এই প্রবণতা। যার জেরে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ কি এর থেকে শিক্ষা নেবে? কারণ, বছর ঘুরলে এরাজ্যেও বিধানসভা ভোট রয়েছে।
বিহার ভোটের প্রচারেও নিউ নর্মালের ছোঁয়া। নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা হয়েছে,
বাড়ি বাড়ি প্রচারে প্রার্থীর সঙ্গে চারজন থাকতে পারবে।
তার বাইরে নিরাপত্তারক্ষীও থাকবে না।
প্রচারে সর্বাধিক পাঁচটি গাড়ি ব্যবহার করা যাবে।
তবে সেক্ষেত্রেও দূরত্ব মেনে চলতে হবে।
Continues below advertisement
Tags :
Bihar Election 2020 Dates Bihar Election Dates Bihar Elections Bihar Elections 2020 Bihar Assembly Elections