Bihar Election Result 2020: দ্বিতীয় রাউন্ডে নীতীশের প্রত্যাবর্তন! তেজস্বীই হবেন ‘বেস্ট সিএম’, আশাবাদী আরজেডি সমর্থকরা
Continues below advertisement
পরতে পরতে উত্তেজনা। প্রত্যেক মুহূর্তে বদলে যাচ্ছে সংখ্যা। একবারে ঠিক যেন রোলার কোস্টার। প্রথম রাউন্ডে এনডিএ-কে পেছনে ফেলে হু-হু করে এগিয়ে যায় মহাজোট। কিন্তু, দ্বিতীয় রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তন নীতীশের। মহাজোটের পিছিয়ে পড়ার ফলে রাবড়ি আবাসের সামনের উৎসাহ কিছুটা হলেও কমেছে। তবে আশা ছাড়তে নারাজ আরজেডির সমর্থকরা। রাবড়ি আবাসের সামনে ভিড় জমিয়েছেন সমর্থকরা। ‘বেস্ট সিএম’ হবেন তেজস্বী যাদব, চরম আশাবাদী আরজেডি সমর্থকরা।
Continues below advertisement
Tags :
Bihar Assembly Poll Result 2020 Bihar Assembly Election Result 2020 ABP Ananda LIVE RJD Nitish Kumar Bihar Nda Abp Ananda Tejashwi Yadav Bihar Election Result 2020