Bihar Election Result 2020: ‘বিহারে জ্বলজ্বল করবে তেজ-তেজস্বীই’, আশাবাদী শিবসেনার সঞ্জয় রাউত

Continues below advertisement

পরতে পরতে উত্তেজনা। প্রত্যেক মুহূর্তে বদলে যাচ্ছে সংখ্যা। একবারে ঠিক যেন রোলার কোস্টার। প্রথম রাউন্ডে এনডিএ-কে পেছনে ফেলে হু-হু করে এগিয়ে যায় মহাজোট। কিন্তু, দ্বিতীয় রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তন নীতীশের। বিহারের ফকাফল প্রসঙ্গে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত জানান, বিহারের সবথেকে তেজ তেজস্বী। তেজস্বীর সামনে প্রধানমন্ত্রী বা এনডিএ সরকার। যেই ছেলেটি কাল ৩১ বছর পূর্ণ করেছেন এবং যেভাবে আজ টক্কর দিচ্ছেন, তা রাজনীতিতে একটি ভালো দিক। জঙ্গলরাজ শেষে মঙ্গলরাজ আসবে, আশাবাদী সঞ্জয় রাউত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram