Bihar Elelction 2020: পদ্ম আঁকা মাস্ক পরেই গয়ার বিজেপি প্রার্থী ভোটকেন্দ্রে, শুরু বিতর্ক
দলীয় প্রতীক আঁকা মাস্ক নিয়ে ভোট দিতে এসেছেন গয়ার বিজেপি প্রার্থী প্রেম কুমার। যা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক। নিউ নর্মালে আজ বিহারে প্রথম দফার নির্বাচন। বিহারই হল দেশের প্রথম রাজ্য যেখানে করোনা পরিস্থিতির মধ্যেই বিধানসভা ভোট হতে চলেছে। সেকথা মাথায় রেখে এক একটি বুথে সর্বাধিক ভোটার সংখ্যা ১ হাজার ৬০০ থেকে কমিয়ে ১ হাজার করা হয়েছে। নিউ নর্মালে আজ বিহারে প্রথম দফার নির্বাচন। ২৪৩ আসনের বিহার বিধানসভার ৭১টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ২ কোটির কিছু বেশি। ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৬৬ জন প্রার্থীর। ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। পোলিং অফিসাররাও নিচ্ছেন যথাযথ সুরক্ষা। এবারের ভোটে বিজেপি-জেডিইউ জোটের সঙ্গে আরজেডি-কংগ্রেস-বামেদের জোটের টক্কর রয়েছে। বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও, নীতীশ কুমারের দলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বিজেপির শরিক এলজেপি। বিহারই হল দেশের প্রথম রাজ্য যেখানে করোনা পরিস্থিতির মধ্যেই বিধানসভা ভোট হতে চলেছে।