লকডাউন অমান্য করলে ৬ মাস জেল বা ১ হাজার টাকা জরিমানা, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের
Continues below advertisement
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী 'জনতা কার্ফু' পালন করেছিলেন। কিন্তু তারপর থেকেই অনেকক্ষেত্রে তা মানা হচ্ছে না বলে অভিযোগ। সোমবার মোদি একটি টুইটবার্তায় তিনি বলেন, 'অনেকে এখনও লকডাউনকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না। দয়া করে নিজেদের জীবন বাঁচান। পরিবারের জীবন বাঁচান। গুরুত্বের সঙ্গে নির্দেশ মেনে চলুন। রাজ্য সরকারগুলিকে আর্জি জানাচ্ছি, নিয়ম ও আইন পালন করানো হোক।'
রাজ্যগুলিকে কঠোরভাবে লকডাউন বজায় রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। অমান্যকারীদের ৬ মাস জেল বা এক হাজার টাকা জরিমানা দিতে হবে।
রাজ্যগুলিকে কঠোরভাবে লকডাউন বজায় রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। অমান্যকারীদের ৬ মাস জেল বা এক হাজার টাকা জরিমানা দিতে হবে।
Continues below advertisement
Tags :
Emergency Services Exempted COVID-19 Fear Narendra Modi Tweet Abp Ananda Lockdown Coronavirus