৮০ কোটি গরিবের জন্য 'প্রধানমন্ত্রী অন্ন যোজনা': আগামী ৩ মাস বাড়তি ৫ কেজি করে চাল-আটা, ১ কেজি ডাল, ঘোষণা অর্থমন্ত্রীর
Continues below advertisement
করোনাভাইরস সংক্রমণের মোকাবিলায় বৃহস্পতিবার বিশেষ কেন্দ্রীয় আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার অর্থমন্ত্রী জানান, ১,৭২,০০০ কোটি টাকার প্যাকেজ এটা। প্যাকেজে চিকিৎসক-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লাখ টাকা বিমা ঘোষণা করল সরকার। ৮০ কোটি গরিবের জন্য 'প্রধানমন্ত্রী অন্ন যোজনা'-র আওতায় আগামী তিন মাস বিনামূল্যে চাল বা গম দেওয়া হবে। আগে যে পাঁচ কেজি দেওয়া হত। তাও দেওয়া হবে। একইসঙ্গে এক কেজি ডাল দেওয়া হবে। নিজেদের পছন্দ অনুযায়ী ডাল পাওয়া যাবে। ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের জন্য এপ্রিলের শুরুতে ২ হাজার টাকা। ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা বাড়িয়ে করা হল ২০২ টাকা। এর ফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক।
এ দিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ''এই সংকটের সময়ে সরকার মহিলা, অভিবাসী কর্মী এবং সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের সাহায্যে বিশেষ পদক্ষেপ করছে সরকার। আমরা এমন এক প্যাকেজ তৈরি করেছি, যা মানুষের সমস্ত সমস্যার সমাধান করতে সহায়তা করবে। বিশেষ করে নজর দেওয়া হয়েছে নগদ ট্রান্সফার এবং খাদ্য নিরাপত্তার বিষয়।'' পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসা এবং জীবাণু সংক্রমণ রোধ করতে স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মলা সীতারামন। তিনি বলেন, ''এঁদের মধ্যে রয়েছেন আশা কর্মী, নার্স ও চিকিৎসকরা। তাঁদের সাদা পোশাক পরিহিত ঈশ্বর বলা হচ্ছে। তাঁদের জন্য আমরা মাথাপিছু ৫০ লাখ টাকা মূল্যের বিমা পরিষেবা ঘোষণা করছি।''
এ দিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ''এই সংকটের সময়ে সরকার মহিলা, অভিবাসী কর্মী এবং সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের সাহায্যে বিশেষ পদক্ষেপ করছে সরকার। আমরা এমন এক প্যাকেজ তৈরি করেছি, যা মানুষের সমস্ত সমস্যার সমাধান করতে সহায়তা করবে। বিশেষ করে নজর দেওয়া হয়েছে নগদ ট্রান্সফার এবং খাদ্য নিরাপত্তার বিষয়।'' পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসা এবং জীবাণু সংক্রমণ রোধ করতে স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মলা সীতারামন। তিনি বলেন, ''এঁদের মধ্যে রয়েছেন আশা কর্মী, নার্স ও চিকিৎসকরা। তাঁদের সাদা পোশাক পরিহিত ঈশ্বর বলা হচ্ছে। তাঁদের জন্য আমরা মাথাপিছু ৫০ লাখ টাকা মূল্যের বিমা পরিষেবা ঘোষণা করছি।''
Continues below advertisement
Tags :
Jan Dhan Women Pradhan Mantri Gareeb Kalyan Ann Yojna Nirmala Sitharaman's Speech FM Speech Coronavirus Latest News Finance Minister Finance Minister Nirmala Sitharaman Abp Ananda Covid-19 Coronavirus Nirmala Sitharaman