Deepika Padukone Drug Probe: দীপিকার প্যানিক অ্যাটাক হলে এনসিবি তার দায় দেবে তো? প্রশ্ন তুললেন অভিনেত্রী দেবলীনা
Continues below advertisement
রণবীর সিংহকে এনসিবি দফতরে থাকতে দেওয়া হয়নি। দীপিকা পাড়ুকোনের ক্লিনিক্যাল ডিপ্রেশন ছিল, আর তার থেকে যদি প্যানিক অ্যাটাক হয়, তাহলে সেটা মারাত্মক হতে পারে। এই অনুরোধটা করার পর সেখানে কোনও চিকিৎসক আছেন তো? দীপিকা যদি গ্রেফতার হন, তাহলে এনসিবি দায়িত্ব নেবে তো? প্রশ্ন তুললেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
ড্রাগ-তদন্তে দীপিকা ও তাঁর ম্যানেজার করিশ্মাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ এনসিবি-র। এদিন সকাল ১০টার আগেই দীপিকা পৌঁছে যান এনসিবি-র গেস্ট হাউসে। এনসিবি সূত্রে খবর, প্রথমে দীপিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা ১২টার পর মুখোমুখি বসানো হয় তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে। এনসিবি সূত্রে খবর, এর আগে করিশ্মাকে যখন ডাকা হয়, তখন তিনি অসুস্থতার কথা বলে চার-পাঁচদিন সময় নেন। পরে জানা যায়, করিশ্মা সেইসময় গোয়ায় ধর্মা প্রোডাকশনের একটি ছবির শ্যুটিংয়ে ছিলেন, সেখানে ছিলেন দীপিকাও। সূত্রের খবর, সেখানেই দু’জনে আলোচনা সেরে নেন বলে মনে করা হচ্ছে। এনসিবি সূত্রে খবর, এক মহিলা অফিসার সহ পাঁচজন আজ দীপিকাকে জিজ্ঞাসাবাদ করেন। দীপিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছেন এনসিবি-র তদন্তকারীরা।
এদিকে, দীপিকার বাড়ির সামনে কড়া নিরাপত্তা। সকালে এনসিবি অফিসে আসেন সারা আলি খানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। দফতরের নিরাপত্তা খতিয়ে দেখেন তাঁরা।
ড্রাগ-তদন্তে দীপিকা ও তাঁর ম্যানেজার করিশ্মাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ এনসিবি-র। এদিন সকাল ১০টার আগেই দীপিকা পৌঁছে যান এনসিবি-র গেস্ট হাউসে। এনসিবি সূত্রে খবর, প্রথমে দীপিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা ১২টার পর মুখোমুখি বসানো হয় তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে। এনসিবি সূত্রে খবর, এর আগে করিশ্মাকে যখন ডাকা হয়, তখন তিনি অসুস্থতার কথা বলে চার-পাঁচদিন সময় নেন। পরে জানা যায়, করিশ্মা সেইসময় গোয়ায় ধর্মা প্রোডাকশনের একটি ছবির শ্যুটিংয়ে ছিলেন, সেখানে ছিলেন দীপিকাও। সূত্রের খবর, সেখানেই দু’জনে আলোচনা সেরে নেন বলে মনে করা হচ্ছে। এনসিবি সূত্রে খবর, এক মহিলা অফিসার সহ পাঁচজন আজ দীপিকাকে জিজ্ঞাসাবাদ করেন। দীপিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছেন এনসিবি-র তদন্তকারীরা।
এদিকে, দীপিকার বাড়ির সামনে কড়া নিরাপত্তা। সকালে এনসিবি অফিসে আসেন সারা আলি খানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। দফতরের নিরাপত্তা খতিয়ে দেখেন তাঁরা।
Continues below advertisement