গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে, ৮ সাংসদের সাসপেন্ড করা নিয়ে প্রতিক্রিয়া সৌগতর

Continues below advertisement
রাজ্যসভায় গতকাল কৃষি বিল বিরোধী প্রতিবাদের সময় হাঙ্গামার কারণে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন সহ ৮ বিরোধী সাংসদকে সাসপেন্ড করলেন চেয়ারম্যান। তাঁদের বাকি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২টি বিরোধী দল যে অনাস্থা প্রস্তাব এনেছিল, তাও খারিজ হয়েছে।
যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। কংগ্রেসের রাজীব সাতভ, সৈয়দ নাসির হুসেন, রিপুন ভোরা, আম আদমি পার্টির সঞ্জয় সিং, সিপিএমের কে কে রাগেশ এবং ই করিমকে।
গতকাল রাজ্যসভায় ধ্বনিভোটে পাস হয় কৃষি বিল। এরপরই সংসদে প্রবল বিরোধিতার মুখে পড়ে মোদি সরকার। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের আসন ঘিরে বিক্ষোভ হয়। প্রতিবাদের সময় বিলের কপি ছিঁড়ে ফেলা হয়। টানাটানি হয় মাইক ধরেও।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram