করোনা বিধি উড়িয়ে মহিষাদলে তৃণমূলের ফুটবল ম্যাচ! টিভিতে যদি খেলা হয়, এখানে হলে ক্ষতি কী? আজব সাফাই তৃণমূল নেতার

Continues below advertisement

করোনা বিধি উড়িয়ে মহিষাদলে তৃণমূলের নক আউট ফুটবল টুর্নামেন্ট| উদ্বোধনে তৃণমূলের ব্লকসভাপতি সহ স্থানীয় নেতৃত্ব| যা নিয়ে কটাক্ষ বিজেপির| অতিরিক্ত পুলিশ সুপার হলদিয়া, পার্থ ঘোষ জানিয়েছেন বিষয়টি জানা নেই, খতিয়ে দেখব| করোনার সংক্রমণ এড়াতে এখনও প্রতিযোগিতামূলক কোনও টুর্নামেন্টের অনুমতি দেয়নি কেন্দ্র। দুবাইয়ে সরিয়ে নিয়ে যেতে হয়েছে দেশের পয়লা নম্বর স্পোর্টস ইভেন্ট IPL। কিন্তু উলটপূরাণ এ বঙ্গে! পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির ভিতরের মাঠে রবিবার স্থানীয় ক্লাবের উদ্যোগে হল নকআউট ফুটবল টুর্নামেন্ট! 




Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram