Farmers' Protest: ৪৪ দিনে আন্দোলন, আজ কেন্দ্রের সঙ্গে অষ্টম দফার বৈঠকে বসছেন কৃষকরা

Continues below advertisement
কনকনে ঠান্ডায় দিল্লির রাজপথে কৃষকদের ট্র্যাক্টর মিছিল। এরই মাঝে আজ কেন্দ্রের সঙ্গে অষ্টম দফার বৈঠকে বসছেন কৃষকরা। ৪৪ দিনে পা দিয়েছে দিল্লির কৃষক আন্দোলন। নিজেদের অবস্থানে এখনও অনড় কৃষকরা। কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনায় মধ্যস্থতা করতে চেয়ে নানকসর সম্প্রদায়ের তরফে বাবা লক্ষ্য সিংহ গতকাল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেন। অন্যদিকে, গতকাল রাজধানীর রাস্তায় ট্র্যাক্টর মিছিল করেন কৃষকরা। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, এই মিছিল ২৬ জানুয়ারি প্রস্তাবিত ট্র্যাক্টর র‍্যালির মহড়া। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram