Farmers' Protest: হরিয়ানায় কৃষক-বিক্ষোভের ঘটনায় ৭১ জনের বিরুদ্ধে এফআইআর, কৃষক আন্দোলন নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি

Continues below advertisement

হরিয়ানার কার্নালে কৃষক বিক্ষোভের ঘটনায় ৭১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। গতকাল কৃষি আইনের সমর্থনে কার্নালের কেমলা গ্রামে সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের।  কিন্তু কৃষক বিক্ষোভের জেরে মুখ্যমন্ত্রীর সেই সভা ভেস্তে যায়।  খুঁড়ে দেওয়া হয় অস্থায়ী হেলিপ্যাড।  বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ।  ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল।  ব্যবহার করা হয় জলকামান।  ওই ঘটনা নিয়ে হরিয়ানার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস বলেছে, নিজের কেন্দ্রেই সভা করতে পারছেন না খট্টর।  

কৃষক আন্দোলন নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে।  কৃষকদের আন্দোলনের জেরে উদ্ভূত পরিস্থিতি এবং কৃষি আইন  বাতিলের দাবি, সব ইস্যুই শুনবে সুপ্রিম কোর্ট।  এর আগে গত ১৭ ডিসেম্বর শেষবার এই ইস্যুতে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram