ফটাফট: সারদা মামলায় রাজীব কুমারকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন সিবিআই-এর, সঙ্গে অন্য খবর

Continues below advertisement
সারদা মামলায় রাজীব কুমারকে (Rajiv Kumar)-কে হেফাজতে চায় সিবিআই (CBI)। সুপ্রিমকোর্টে নতুন করে ২৭৭ পাতার আবেদন কুণালের বয়ানের উল্লেখ করে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দার। ২০১১-এর ভোটে ২৫ লক্ষ করে পেয়েছিলেন ২০৫ জন প্রার্থী। দিয়েছিলেন সুদীপ্ত কেডি। দায়িত্বে ছিলেন মুকুল-রজত । সিবিআইয়ের হাতে কুণালের বয়ান। 'জানি না', প্রতিক্রিয়া রজতের। ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই তৎপরতা। মনে করছে তৃণমূল। মুকুলের গ্রেফতারির দাবি কুণালের। প্রতিক্রিয়া মেলেনি মুকুলের। তদন্ত হলেই রহস্য উৎঘাটন। বলছে বিজেপি (BJP)। সারদা মামলায় মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের (Sudipto Sen) একটি চিঠি সামনে এনে বিস্তারিত তদন্তের দাবি জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram