ফটাফট: বিজেপির বৈঠকে প্রথম এসেই আক্রমণাত্মক শোভন, জবাব দিল তৃণমূলও

Continues below advertisement
১। কয়লাকাণ্ডে কলকাতা ও বিভিন্ন জেলা মিলিয়ে মোট ১২ টি জায়গায় একযোগে তল্লাশি ইডি-র। ১২০ জন অফিসারের হানা লালা-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঠিকানায়।

২। বিধানসভা ভোটের মুখে দল বলার আগেই প্রার্থীর নাম ঘোষণা। উত্তর হাওড়ার প্রার্থী হিসেবে উমেশ রাইয়ের নাম ভাসালেন মুকুল। জাঙ্গিপাড়ার প্রার্থী হিসেবে স্নেহাশিস চক্রবর্তীর নাম বললেন কল্যাণ।


৩। আজ গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপির মিছিল। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পার্টি অফিসে দীর্ঘ বৈঠকের পর পা মেলাতে সম্মতি শোভন-বৈশাখীর।


৪। নন্দীগ্রামের পর পুরুলিয়ার শুভেন্দুর সভায় বিশৃঙ্খলা। ৯ আসনেই জিতবে বলে হুঙ্কার শুভেন্দুর। বেশিরভাগ আসনেই জিতবে তৃণমূল, পাল্টা সৌগত।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram