আজ ৭২তম সেনা দিবস, প্রথমবার কুচকাওয়াজের নেতৃত্বে মহিলা অফিসার
Continues below advertisement
আজ ৭২তম সেনা দিবস। দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠান। অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান। প্রথম মহিলা অফিসার হিসেবে কুচকাওয়াজের নেতৃত্ব দেন তানিয়া শেরগিল। এর আগে দিল্লির ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াত। সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান।
Continues below advertisement
Tags :
Capt Tanya Shergill General MM Naravane Gen Bipin Rawat CDS Army Day Parade Army Day Abp Ananda