'ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে' হাথরসের ঘটনার প্রতিবাদে দিল্লির বাল্মীকি মন্দিরে প্রিয়ঙ্কা গাঁধী, যোগ দিলেন নির্যাতিতার স্মরণসভায়

Continues below advertisement
হাথরসের ঘটনার প্রতিবাদে দিল্লির বাল্মীকি মন্দিরে প্রিয়ঙ্কা গাঁধী| নির্যাতিতার স্মরণ সভায় যোগ দিয়ে বলেন, 'পুলিশ কোনও সহযোগিতা করেনি পরিবারকে| একেবারে অসহায় বোধ করছেন তাঁরা| আমি চাই তাঁরা বুঝুন যে তাঁরা একা নয়| উত্তরপ্রদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করুন মহিলারা|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram