Hathras: অস্থি বিসর্জনে আপত্তি পরিবারের, কী করে জানব আমার মেয়েরই অস্থি কিনা, বললেন নির্যাতিতার বাবা
Continues below advertisement
হাথরসের ঘটনায় নির্যাতিতার বাবা জানালেন যতক্ষণ না বিচার মিলছে ততদিন অস্থি বিসর্জন দেওয়া হবে না। রাখা হবে বাড়িতে। পুলিশকে প্রমান করতে হবে যে ওই দেহ তাঁদের মেয়ের ছিল।
অন্যদিকে আজ ফের হাথরসে গেছেন সিটের প্রতিনিধিরা। সিটের প্রতিনিধিরা জানান গতকাল তাঁরা বয়ান নিতে এসেছিল কিন্তু কথা বলার মতো পরিস্থিতি ছিল না।
অন্যদিকে আজ ফের হাথরসে গেছেন সিটের প্রতিনিধিরা। সিটের প্রতিনিধিরা জানান গতকাল তাঁরা বয়ান নিতে এসেছিল কিন্তু কথা বলার মতো পরিস্থিতি ছিল না।
Continues below advertisement
Tags :
ABP Ko Mat Roko Hathras Media Ban Hathras Rape Uttar-Pradesh Yogi Adityanath Abp Ananda Hathras