বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত আদর্শ জায়গা, ইউএস ইন্ডিয়া সামিটে বললেন মোদি
Continues below advertisement
ইউএস ইন্ডিয়া সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, মহামারী সবকিছুর ওপর প্রভাব ফেলেছে। তিনি বলেন, বর্তমানে ১৬০০ করোনা পরীক্ষাকেন্দ্র রয়েছে। দেশে করোনায় সুস্থতার হার বাড়ছে। তাঁর কথায়, অতিমারীর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে ভারত, গরিবদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত আদর্শ জায়গা। ভারত আজ বিশ্বের আস্থা অর্জন করছে, বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
Continues below advertisement
Tags :
Natural Calamities Foreign Investment US India Summit Corona Testing Lab ABP Live Pandemic COVID USA Abp Ananda Narendra Modi PM Modi