মন কী বাত: ‘করোনাকালে উৎসবে সংযত থাকতে হবে’, বার্তা প্রধানমন্ত্রীর, পাশাপাশি উৎসব আবহে জোর দিলেন খাদির প্রচারেও
Continues below advertisement
মন কি বাত অনুষ্ঠানে আজ দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, করোনা আবহে পুজো মণ্ডপে আগের মত ভিড় হয়নি। উৎসবে মানুষ সংযত থাকছেন। করোনাকালে উৎসবে সংযত থাকতে হবে। পাশাপাশি তাঁর বক্তব্য, সীমায় মোতায়েন সেনাদের কথা উত্সবে খেয়াল রাখতে হবে। সীমায় মোতায়েন সেনাদের সঙ্গে আছে গোটা দেশ। পাশাপাশি উৎসব-আবহে খাদির প্রচারে প্রধানমন্ত্রী। বললেন, খাদি আধুনিক ফ্যাশনের অঙ্গ। খাদির মাস্ক তৈরি হচ্ছে, জনপ্রিয়ও হচ্ছে। একইসঙ্গে ভোকাল ফর লোকাল স্লোগান মোদির।
Continues below advertisement