whatsapp new policy ঘিরে আশঙ্কা ঘনাচ্ছে, সবকিছু কি চলে যাবে ফেসবুকের হাতে?

Continues below advertisement
সাধারণ চ্যাট থেকে গ্রুপ মিটিং, ভয়েস থেকে ভিডিও কল। সব কিছুকে সহজ করে পৃথিবীটাকেই ছোট করে দিয়েছে এই অ্যাপ। কাছে বা দূরে কোথাও যে যেখানেই থাক না কেন মূহুর্তের মধ্যে যোগাযোগ করতে মুশকিল আসান হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিন্তু এই অ্যাপ ঘিরেই এখন ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। নতুন বছরে বড়সড় বদল আনছে হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং প্ল্যাটফর্মের পরিষেবায় যোগ হচ্ছে কিছু নতুন শর্ত। যে শর্ত না মানলে ৮ ফেব্রুয়ারি থেকে মিলবে না পরিষেবা। হোয়াটসঅ্যাপ খুললেই যে নোটিফিকেশন দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে বদল আসছে ইউজার ডেটা প্রসেসিং-এর ক্ষেত্রে। বদলগুলির মধ্যে উল্লেখযোগ্য় হল কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রাহকের ডেটা প্রসেস করবে?
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram