করোনা নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশিকা যুক্তিযুক্ত, ‘নতুন রোগীদের পরীক্ষার সুযোগ বাড়বে’, মত চিকিৎসক অমিতাভ নন্দীর
Continues below advertisement
হোম আইসোলেশনের পর জ্বর বা অন্য উপসর্গ না থাকলে নমুনা পরীক্ষার দরকার নেই। আজ নতুন এক নির্দেশিকায় এই পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা করোনার মৃদু উপসর্গের কারণে হোম আইসোলেশনে ছিলেন, তাঁদের আর জটিলতা না বাড়লে বা শেষ ১০ দিনে জ্বর না এলে ১৭ দিন পর হোম আইসোলেশন থেকে বেরিয়ে আসতে পারেন। তারপর নমুনা পরীক্ষার দরকার নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কীভাবে হোম আইসোলেশনে থাকতে হবে, কীভাবে রোগীকে পরিচর্যা করতে হবে, সে বিষয়েও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় বিস্তারিত জানানো হয়েছে। এর আগে গত ২৭ এপ্রিল নির্দেশকা জারি করেছিল স্বাস্থ্যমন্ত্রক।
Continues below advertisement
Tags :
Dr. Arkadip Pal Dr. Amitava Nandi Coronavirus In World Coronavirus Cases In India Coronavirus Death Coronavirus Live Update Coronavirus Update India Abp Ananda Coronavirus