৯৮ জন বিধায়ককে জয়পুরে পাঠাচ্ছে কংগ্রেস, 'বিজেপিই ভাঙনের ভয় পাচ্ছে', দাবি মন্ত্রী জিতু পাটওয়ারির

Continues below advertisement
মধ্যপ্রদেশের রাজনৈতিক সঙ্কট নিয়ে চরমে নাটক। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে সমীকরণ। এই পরিস্থিতিতে আজই জে পি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কাল তিনি গ্বালিয়রে যাবেন। সূত্রের খবর, শুক্রবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করবেন তিনি। যদিও সূত্রের খবর, তাঁর শিবিরের অন্তত ১২ জন পদত্যাগী কংগ্রেস বিধায়ক বিজেপিতে যেতে নারাজ। কংগ্রেস আবার দাবি করেছে, মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কদের একাংশ তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। পদত্যাগী বিধায়কদের মান ভাঙাতে এদিন ২ মন্ত্রীকে বেঙ্গালুরু পাঠান কমলনাথ। একটি হোটেলে রাখা হয়েছে পদত্যাগী ১৯ কংগ্রেস বিধায়ককে। অন্যদিকে, মধ্যপ্রদেশ থেকে উড়িয়ে এনে ১০৬ বিধায়ককে গুরুগ্রামের একটি হোটেলে রেখেছে বিজেপি। কংগ্রেসও তাদের ৯৮ জন বিধায়ককে জয়পুরে পাঠাচ্ছে। যে বাসে করে কংগ্রেস বিধায়করা যাচ্ছেন, তার সামনে ও পিছনে অন্তত ৪০টি গাড়ি ছিল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram