নজরে ৯ চটজলদি: ফের অসুস্থ Sourav Ganguly, আগামীকাল হতে পারে অ্যাঞ্জিওগ্রাম

Continues below advertisement
ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। স্টেন্ট বসানোর দুই সপ্তাহের মধ্য়ে ফের বুকে ব্যথা। ভর্তি অ্যাপেলো হাসপাতালে। গ্রিন করিডোর করে বেহালা থেকে নিয়ে যাওয়া হয় অ্যাপালোতে। সৌরভের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে প্রথমে বুকে অস্বস্তি বোধ করেন সৌরভ। বুধবার দুপুর দুটো নাগাদ বুকে ব্য়থা অনুভব করেন। কাল তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে। আগামীকাল ফের আসছেন দেবী শেট্টি। অ্যাপেলো হাসপাতালের তরফে জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। রয়েছেন ১৪২ নম্বর কেবিনে। তাঁর বেশকিছু পরীক্ষা হয়েছে। সেইসব রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে ২ জানুয়ারি হৃৎরোগে আক্রান্ত হন সৌরভ। তাঁর তিনটি ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনিতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল। সেখানে স্টেন্ট বসানো হয়। বাকি দুটি ধমনিতে ব্লকেজ ছিল প্রায় ৭০ শতাংশ। ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান প্রাক্তন ভারত অধিনায়ক। সঙ্গে দেখুন অন্যান্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram