'মাদক' নিয়ে দীপিকা-করিশ্মার চ্যাট! এনসিবি নজরে কি এবার দীপিকা?
Continues below advertisement
সুশান্তের মৃত্যুর পরই সংবাদ শিরোনামে উঠে আসা ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার সঙ্গে দীপিকা পাড়ুকোনের এই হোয়াটস অ্যাপ চ্যাটই চাঞ্চল্য ফেলে দিল! যে চ্যাটেই উল্লেখ রয়েছে হ্যাশের! সূত্রের দাবি, ড্রাগ যোগের তদন্তে দীপিকাকে শীঘ্রই সমন পাঠাতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সোমবার রিয়া চক্রবর্তীর প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। তখনই জয়া সাহার একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে। যেখানে ‘ডি’ এবং ‘কে’ বলে দু’জনের উল্লেখ ছিল। এনসিবি সূত্রে দাবি, তদন্ত চালিয়ে দেখা গিয়েছে, এই ‘ডি’ হলেন দীপিকা পাড়ুকোন। আর ‘কে’ হলেন করিশ্মা।
Continues below advertisement
Tags :
B-town’s Drug Link ABP Ananda LIVE Drug Abp Ananda Deepika Padukone Bollywood Rhea Chakraborty NCB