নজরে ৯ টা: ভারতের কড়া অবস্থানের পর সুর নরম চিনের, লাদাখে সংঘাতে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের
Continues below advertisement
ভারতের কড়া অবস্থানের পর সুর নরম চিনের। সীমান্তে উত্তেজনা প্রশমনে রাজি চিন। ভারত-চিন সংঘাত প্রসঙ্গে মেজর জেনারেল পর্যায়ের বৈঠক ইতিবাচক। চিন-ভারত সংঘর্ষ নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠক, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। লাদাখে সংঘাত নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গাঁধীর, পাল্টা বিজেপির। রাজ্যে একদিনেকরোনা আক্রান্ত ৪৩৫ জন। অন্যদিকে ক্রিকেটে কামব্যাক শ্রীসন্তের।
Continues below advertisement
Tags :
Nojore 9 Taa ABP News Live Bengali Indo-China Conflict ABP Ananda LIVE Abp Ananda Rahul Gandhi Coronavirus Narendra Modi Mamata Banerjee