দামের ঝাঁঝে চোখে জল! অত্যাবশকীয় তালিকা থেকে বাদ পড়ে আরও অগ্নিমূল্য হবে পেঁয়াজ?

Continues below advertisement

মূল্যবৃদ্ধিতে আলুর দোসর এবার পেঁয়াজ! কেন্দ্র পেঁয়াজ রফতানি বন্ধ করলেও দাম বাড়া বন্ধ হয়নি। উল্টে পাইকারি ও খুচরো বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের কড়া প্রতিবাদ সত্ত্বেও, চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈলবীজ, ভোজ্য তেলের মতো কৃষিপণ্যকে অত্যাবশ্যকীয় পণ্যের আওতা থেকে বাদ দিল মোদি সরকার! এর ফলে কি পেঁয়াজের ঝাঁঝ আরও বাড়বে? চাল-ডাল-তেল-নুনের মজুতদারি বাড়িয়ে সাধারণ মানুষের বোঝা আরও বাড়াবে অসাধু ব্যবসায়ীরা? না কি ফড়েদের দাপট কমায় লাভবান হবে ক্রেতা ও চাষী উভয়েই? রোজকারের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই সব প্রশ্ন যখন মানুষের মুখে মুখে ঘুরছে, তখন পেঁয়াজের দাম ইতিমধ্যেই মধ্যবিত্তের চোখে জল ঝরাতে শুরু করেছে।                   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram