Union Budget 2021: বাজেটের পরদিনও চাঙ্গা শেয়ারবাজার, ৫০ হাজার ছুঁয়েছে সেনসেক্স
Continues below advertisement
বাজেটের পরদিনও চাঙ্গা শেয়ার বাজার। ১৪০০-র বেশি পয়েন্ট চড়ল সেনসেক্স। বাজেটের পরদিনই ৫০ হাজার ছুঁয়েছে সূচক। একই সঙ্গে প্রায় চারশো পয়েন্ট উঠেছে নিফটি। বাজেটে পরিকাঠামো ও স্বাস্থ্যে গুরুত্ব দেওয়ার কারণে বাজার চাঙ্গা হয়েছে বলে মত প্রকাশ করেছেন অর্থনীতিবিদ শৈবাল কর। কিন্তু তিনি এও মনে করিয়ে দেন, মানুষ দীর্ঘমেয়াদী অথবা একদিনে কেনাবেচা করলেও, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির ইঙ্গিত এই সময় শেয়ার বাজার থেকে পাওয়া যাবে না।
Continues below advertisement
Tags :
Sensex Cross 50000 BSE Bombay Stock Exchange ABP Ananda LIVE Share Market Abp Ananda Sensex Nifty