ফটাফট : ড্রাগ-তদন্তে কাল এনসিবির মুখোমুখি দীপিকা, কেকেআরের পার্টিতে ড্রাগ নিতেন তারকা পত্নীরা, দাবি শার্লিন চোপড়ার
Continues below advertisement
ড্রাগ মামলায় শনিবার এনসিবির মুখোমুখি দীপিকা। তার আগে গতকাল গোয়া থেকে মুম্বই ফিরলেন তিনি। সঙ্গে ছিলেন স্বামী রণবীর। ড্রাগ কানেকশনে আজ অভিনেত্রী রকুলপ্রীত সিংহ এবং দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ এনসিবির সামনে হাজির হতে পারেন। শনিবার হাজির হওয়ার কথা শ্রদ্ধা ও সারার। কলকাতায় কেকেআরের পার্টিতে মাদক নিতেন তারকা পত্নীরা, বিস্ফোরক অভিযোগ শার্লিন চোপড়ার। আইপিএলে বেটিং চক্রের পর্দা ফাঁস। কলকাতা গুণ্ডাদমন শাখার হাতে গ্রেফতার ৯। ধৃত ৯ জনের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা, ১৭টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ উদ্ধার হয়েছে। আজ ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
Continues below advertisement