HATHRAS UPDATE: রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে মহামারী আইনে মামলা, 'সত্য গোপন করতে নৃশংস পুলিশ', ট্যুইট

Continues below advertisement
হাথরসে নির্যাতিতার বাড়ি যাওয়ার চেষ্টা করায়, প্রিয়ঙ্কা ও রাহুল গাঁধীর বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করল উত্তরপ্রদেশের পুলিশ। সত্যি লুকোতে উত্তরপ্রদেশ পুলিশ নৃশংসতা শুরু করেছে। ট্যুইটে কটাক্ষ রাহুলের।

মহামারী আইন লঙ্ঘনে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা অনুযায়ী শাস্তি হয়। এই ধারা অনুযায়ী,
সর্বোচ্চ ১ মাসের জেল এবং ২০০ টাকা জরিমানা কিংবা দুই হতে পারে।

বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের জেল এবং ১ হাজার টাকা জরিমানা কিংবা দুই হতে পারে।
এবার হাথরসের নির্যাতিতার বাড়ি যাওয়ার চেষ্টা করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে সেই মহামারী আইনেই মামলা রুজু করল যোগী আদিত্যনাথের পুলিশ। রাহুল গান্ধী শুক্রবার ট্যুইট করেছেন,
সত্যি লুকোতে উত্তরপ্রদেশ পুলিশ নৃশংসতা শুরু করেছে। না আমাকে, না সংবাদমাধ্যমকে--- নির্যাতিতার পরিবারের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার ওপর পরিবারকে নিগ্রহ করা হচ্ছে। কোনও ভারতীয় এই আচরণ সমর্থন করে না।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram