করোনাকাল মানবসেবার সুযোগ এনে দিয়েছে, ভার্চুয়াল সভায় দলীয় কর্মীদের উদ্দেশে মোদি
Continues below advertisement
‘নিজের চিন্তা ছেড়ে গরিবের সেবা করুন। করোনাকাল মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। অনেকে ভেবেছিলেন পূর্ব ভারতে বেশি সংক্রমণ হবে। ভেবেছিলেন দারিদ্র্যের কারণে বেশি সংক্রমণ হবে। ভেবেছিলেন তাপমাত্রা বেশি হওয়ায় সংক্রমণ ছড়াবে। কিন্তু মানুষ সেই সব আশঙ্কাকে ভুল প্রমাণ করেছে। কঠিন সময়ে মানুষের সেবায় নিয়োজিত বিজেপি। রাজনীতিকে সেবার মাধ্যম হিসেবে ব্যবহার করছি। সেবাকে মন্ত্র হিসেবে মেনে কাজ করুন। করোনাকাল মানবসেবার সুযোগ এনে দিয়েছে।’ বিজেপি-র ভার্চুয়াল সভায় দলীয় কর্মীদের উদ্দেশে বললেন নরেন্দ্র মোদি।
Continues below advertisement
Tags :
Virtual Meeting Of Pm Modi Modi Virtual Sabha Modi On Corona Covid 19 Update ABP News ABP Live Coronavirus In India Abp Ananda Modi PM Modi Narendra Modi BJP