ভাইজাগ গ্যাস লিক কাণ্ড: কীভাবে ঘটল এই ভয়ঙ্কর অঘটন, কী বললেন অন্ধ্রের মন্ত্রী?
Continues below advertisement
ভোপালের আতঙ্ক ফিরল ভাইজাগে। অন্ধ্রপ্রদেশের ভাইজাগের কাছে গোপালপত্তনমে গভীর রাতে একটি কারখানা থেকে গ্যাস লিক। এখনও পর্যন্ত এক শিশু সহ ১১ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। ভয়াবহ পরিস্থিতি। প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে গ্যাস। গ্যাস লিকের কারণে অনেক পশুপাখিরও মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে দেখা গিয়েছে, রাস্তায় বিষাক্ত গ্যাসের প্রভাবে লুটিয়ে পড়তে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রেটার ভাইজাগ পুরসভার তরফে শহরের বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Vizag Gas Tragedy Visakhapatnam News Visakhapatnam Gas Leak Vizag Gas Leak Live Updates VIZAG GAS LEAK Andhra Pradesh Minister Abp Ananda Visakhapatnam