NEET Result Controversy: অনিয়মের অভিযোগ, সুপ্রিম কোর্টের পর NTA-কে নোটিস দিল্লি হাইকোর্টের
ABP Ananda LIVE: সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স NEET-এর প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড়। অনিয়মের অভিযোগ, সুপ্রিম কোর্টের(supreme court) পর NTA-কে নোটিস দিল্লি হাইকোর্টের(Hogh court) । নষ্ট হয়েছে পরীক্ষার পবিত্রতা, উত্তর দিতে হবে: সুপ্রিম কোর্ট ।৫ মে: সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স হয় ৪ হাজার ৭৫০টি কেন্দ্রে। ১৪ জুনের বদলে ৪ জুন ভোটের ফল ঘোষণার দিনই NEET-এর রেজাল্ট আউট। একসঙ্গে ৬৭জন ফুল মার্কস পেয়ে র্যাঙ্কিংয়ে প্রথম হওয়ায় বিতর্কের শুরু । বহু জায়গায় প্রশ্ন ফাঁস, অনেককে কেন গ্রেস নম্বর? প্রশ্ন পরীক্ষার্থীদের একাংশের । সময় নষ্টের কারণে বেশ কিছু পরীক্ষার্থীর নম্বর বাড়িয়ে দেওয়ায় বিতর্ক। ভাল স্কোর করেও অনেক প্রার্থীর র্যাঙ্ক পিছনের সারিতে চলে যাওয়ার অভিযোগ। NEET কেলেঙ্কারির অভিযোগ, CBI তদন্ত চায় ABVP।
নবান্নের (Nabanna)খবর পাচার হচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)! 'দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার'। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। 'ওভারলোডেড ট্রাক থেকে নির্দিষ্ট কোড দেখিয়ে টাকা তোলা হচ্ছে'। তার দায় কেন নেব, প্রশাসনিক বৈঠকে উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নের নানা অফিসিয়াল ফাইল, নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে বলেও সন্দেহ মুখ্যমন্ত্রীর । কীভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর: সূত্র । 'প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি ৩-৪টি আসন'। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর: সূত্র।