NEET Controversy: দেওঘর থেকে ৬ জনকে গ্রেফতার করল বিহারের ইকোনমিক্স অফেন্সেস ইউনিট | ABP Ananda LIVE
ABP Anannda LIVE: নিট প্রশ্নফাঁসের(Nert controversy) জাল বিহার ছাড়িয়ে ঝাড়খণ্ডে(jharkhand) । দেওঘর থেকে ৬ জনকে গ্রেফতার করল বিহারের ইকোনমিক্স অফেন্সেস ইউনিট। 'ধৃতরা বিহারের নালন্দার বাসিন্দা, দেওঘরে শ্রমিক পরিচয় দিয়ে ঘাঁটি গেড়েছিল'। 'ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র'। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে তথ্য, খবর সূত্রের। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য, জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারের শিবানে। আজ তাকে রিভয় জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসবে পুলিশ। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় গ্রেফতারের সংখ্য়া বেড়ে হল ৫। ৯ জুন ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়ে লুঠপাট করে পালায় দুষকৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। ডাকাতির দু ঘণ্টার মধ্যে আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।