NTA DG Removed: এন্ট্রান্স-কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, অপসারিত NTA-এর ডিজি | ABP Ananda LIVE
NEET Scam: এন্ট্রান্স-কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ের মধ্যেই অপসারিত National Testing Agency-র ডিজি সুবোধ কুমার সিংহ। আপাতত NTA-এর ডিজির দায়িত্বে প্রদীপ কুমার খারোলা। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET এবং UGC-NET নিয়ে অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। প্রশ্নপত্র ফাঁসে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। সেই বিতর্কের মধ্যেই NTA-র ডিজি-কে সরাল কেন্দ্র। NTA-এর ডিজি সুবোধ কুমার সিংহ কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল।
'ভোট লুঠ করতে আসলে তিন হাত ডাণ্ডা দিয়ে মালাই চাকি ভেঙে দিতে হবে। পুলিশ দালালি করলে বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে', হুঁশিয়ারি বিজেপির জেলা সভাপতির। বাগদায় উপনির্বাচন উপলক্ষে বাগদার হেলেঞ্চায় কর্মীসভায় আসেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির দেবদাস মণ্ডল। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়ে আবারও বিস্ফোরক বক্তব্য রাখেন দেবদাস। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ভোট লুঠ করতে এলে তিন হাত ডান্ডা দিয়ে মালাই চাকি ভেঙে দিতে হবে। পুলিশ দালালি করলে, বাগদা থানায় তালা দিয়ে দেওয়ার', হুঁশিয়ারি জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলের ।