Omicron Variant Cases in India: তৃতীয় ডোজ নিলে কিছুটা হলেও উপকার হবে, বুস্টার ডোজে সায় চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের | Bangla News

Continues below advertisement

ওমিক্রন (Omicron) রুখতে এবার বুস্টার ডোজের (Booster Dose) পরামর্শ। চল্লিশোর্ধ্বদের দেওয়া যেতে পারে বুস্টার ডোজ। ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থা থাকলেও দেওয়া যেতে পারে বুস্টার ডোজ। পরামর্শ কেন্দ্রের ইন্ডিয়ান সার্স-কোভ-টু জেনোমিক কনসর্টিয়ামের। একই সঙ্গে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দ্রুত সম্পূর্ণ করার পরামর্শ। এ বিষয় চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার (Diptendra Sarkar) বলেন, কোভিশিল্ডের ক্ষেত্রে যা তথ্য উঠে এসেছে তাতে দেখা গেছে বুস্টার নেওয়ার পরে শুধুমাত্র অ্যান্টিবডি বুস্টিং হচ্ছে না। পি-সেল বুস্টিংও হচ্ছে। অর্থাৎ এর থেকে এটা পরিষ্কার যে তৃতীয় ডোজ নিয়ে কিছুটা হলেও উপকার হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram