PM Modi Security: পাঞ্জাবে কৃষক সংগঠনের বিক্ষোভে আটকাল প্রধানমন্ত্রীর কনভয়। Bangla News

Continues below advertisement

পাঞ্জাবে কৃষক সংগঠনের বিক্ষোভে আটকাল প্রধানমন্ত্রীর (Narendra Modi) কনভয়। নিরাপত্তায় বড় গাফিলতি হয়েছে বলে বিবৃতি দিয়ে, পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাল্টা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নিরাপত্তায় কোনও ত্রুটিই ছিল না। বিষয়টি নিয়ে, অযথা রাজনীতি করছে বিজেপি।

বিজেপি (BJP) বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ অব্যাহত। এবার গ্রুপ ছাড়লেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিশানাও করেছেন তিনি। কে গ্রুপ ছাড়ল, সেটা তাঁর দেখার কথা নয়, মন্তব্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির। আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

ত্রিপুরায় তৃণমূলে যোগদানকারী আশিস দাসের (Ashis Das) বিধায়ক পদ খারিজ! আজ সুরমার বিধায়কের পদ খারিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ। এই নিয়ে সংঘাতে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। আজই আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন ইস্যুতে আগরতলায় রাজভবন অভিযানে নামে তৃণমূল। পুলিশ মিছিল আটকানোয় বাধে অশান্তি। এর মধ্যেই বুধবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় ত্রিপুরার আগরতলার তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারের। অভিযোগ, গত ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন, বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন মুজিবর। কলকাতায় SSKM-এ তাঁর চিকিৎসা হয়। পরে ছুটি পেয়ে বাড়ি ফিরলেও, ফের অসুস্থ হয়ে পড়েন। ফের তাঁকে SSKM-এ নিয়ে আসা হলেও, শেষরক্ষা হয়নি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram