WB Assembly: বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বদল, নতুন ৮ চেয়ারম্যানই তৃণমূলের
Continues below advertisement
বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান (Standing Committee Chairman) বদল। নতুন ৮ চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন অধ্যক্ষ। নতুন ৮ চেয়ারম্যানই তৃণমূল কংগ্রেসের বিধায়ক। ২৬ জুলাই থেকে বসবে স্ট্যান্ডিং কমিটির বৈঠক। লেবার কমিটির চেয়ারম্যান হলেন মদন মিত্র (Madan Mitra)। এছাড়াও পদ পেয়েছে হুমায়ুন কবীর, সুদীপ্ত রায়।
বিধানসভার অধ্যক্ষের ঘরে মুকুল রায়কে নিয়ে শুনানি। বিজেপির বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে শুনানি। এ নিয়ে ৬৪ পাতার নথি জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। স্পিকারের ঘরে শুনানিতে অংশ নিলেন শুভেন্দু অধিকারী। স্পিকারের ঘরে হল মাত্র সাড়ে তিন মিনিটের শুনানি।প্রথম দিনের শুনানি শেষ, ৩০ জুলাই পরবর্তী শুনানি ।আদালতে যাওয়ার চিন্তাভাবনা বিজেপির , জানালেন শুভেন্দু।
Continues below advertisement
Tags :
TMC BJP ABP Ananda Madan Mitra ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Wb Assembly Standing Committee Chairman